উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তারা মংডুতে লুট করা চাল বিক্রি করছে

মংডু,আরাকান।উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা–যাদের মধ্যে জেলা পুলিশ প্রধান,শহর পুলিশ প্রধান রাখাইনদের সহযোগিতায় রোহিঙ্গাদের
দোকান থেকে লুট করা চাল বিক্রি করছে।
পুলিশ অফিসাররা ইএসবি থেকে কানপারাতে মযেউল্লাহতে গত ২৭ জুন থেকে নিয়ে যাচ্ছে।”
পুলিশ ২০০০০ ক্যত করে প্রতি ব্যাগ মজিউল্লাহ ও কামাল ১০০ ব্যাগ করে চালের  ব্যাগ সাপ্লাই দেয়।
ইউ ম ভিন-উক্ত দোকানে গিয়ে চালের ব্যাগ এর জন্য অর্থ আদায় করে।
উক্ত চালের বস্তাগুলো মো;ইউনুস,শামসু ও রমজান আলীর গুদাম থেকে রাখাইনরা প্রায় ১৫০০ বস্তার সাথে লুন্ঠন করে জানান একজন দোকান
মালিক।তাদের ঘর সেজার গ্রাম এর বাসিন্দা,রমজান আলীর ঘর ৫ নং ওয়ার্ডে।
কতৃপক্ষ রোহিঙ্গাদের কাছে তাদের কাছ থেকে লুট করা জিনিস তাদের কাছেই আবার বিক্রি হচ্ছে।পুলিশ ও রাখাইনরা তাদের ঘর থেকে
এ সব লুট করে।
এছাড়া কতৃপক্ষ কতৃক আরোপিত জরুরী আইন কেবল রোহিঙ্গাদের উপর প্রয়োগ করছে ,রাখাইনরা এর আওতায় নাই,রোহিঙ্গারা তাদের ঘর থেকে
বের হতে পারছে না তাদের দৈনন্দিন কাজের জিনিস কিনতে।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.