২৯ জুনের সর্বশেষ সংবাদ

মংডুতে রোহিঙ্গাদের জন্য কোন্ সাহায্য নেই
মংডুতে গতকাল দুটি হেলিকপ্টারে করে ত্রান সামগ্রী এলেও তা মাওমা মঠ কতৃপক্ষ আটকে রাখে এবং তা তারা কেবল রোহিঙ্গাদের বিতরন করে,এছাড়া
রাখাইন যারা তা পেয়েছে প্রত্যেকেরই ঘর ও খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমানে আছে।কতৃপক্ষ মংডুতে তিন জায়গাতে শিবির স্থাপন করেছে সেগুলো হল-
মাওমা মঠ,মা অ প্যাগোডা ও ৫ নং ওয়ার্ড জংশন”যেগুলো বুদ্ধদের ধর্মীয় কাজে ব্যবহৃত হয়।”
রোহিঙ্গাদের কোনরূপ ত্রান দেওয়া হয় নি এবং দেওয়ার কোন ইচ্ছা নাই,এছাড়া যে সমস্ত রোহিঙা শহরে ও আশেপাশে বাস করছে তারা খাদ্য সমস্যার মুখোমুখি
হচ্ছে এবং ,এবং ভবিষ্যতে তারা আরো খারাপ অবস্থার সম্মুখীন হবে।
মংডুতে এখনও জুমার নামায আদায় করতে পারছে না
মংডু কতৃপক্ষ এখিনও রোহিঙাদের জুমার নামাজ আদায় করতে দিচ্ছে না
কতৃপক্ষ নতুন নাতালা গ্রাম তৈরীর জন্য জোরপূর্বক শ্রম আদায় করছে
কতৃপক্ষ রোহিঙাদের থেকে জোরপূর্বক শ্রম আদায় করছে এবং তারা কেবল ১০০০ ক্যত ও এক কেজি চাল হিসেবে দিচ্ছে দৈনিক মজুরী যেখানে ২০০০ ক্যত
হল যা দেওয়া হয় সাধারনত।এই সময় তাদের কোন খাবার ও পানিও দেওয়া হয় না।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.